মূল্যছাড়ে জমে উঠেছে সিটি আইটি মেলা
প্রযুক্তি ডেস্ক : ছুটির দিনে জমে উঠেছে বিসিএস কম্পিউটার সিটিতে চলমান ‘সিটি আইটি মেলা ২০১৪’। ‘বিশ্বকাপের খেলা, প্রযুক্তির মেলা’ স্লোগানে শুরু হওয়া মেলায় বিভিন্ন পণ্যে পাওয়া যাচ্ছে বিশেষ মূল্যছাড়। পণ্যের সঙ্গে থাকছে উপহারও। মেলায় এইচপি, বিকাশ ও অ্যাভিরা বিভিন্ন ধরনের কুইজসহ প্রতিযোগিতামূলক নানা আয়োজন রেখেছে।
শুক্রবার মেলার তৃতীয় দিনেও অনুষ্ঠিত হয়েছে গেমিং প্রতিযোগিতা। এ ছাড়া বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নানা আয়োজন তো ছিলই।
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান স্বপন বলেন, “দর্শকদের কথা মাথায় রেখে মেলায় বিভিন্ন প্রযুক্তিপণ্যে দেয়া হচ্ছে নানা ধরনের ছাড় ও উপহার। এ ছাড়া নতুন বিভিন্ন পণ্যও মেলা উপলক্ষে বাজারে এসেছে।’
মেলা উপলক্ষে বাইনারি লজিক ইন্টেলের নতুন প্রযুক্তির কোরআই৩ সিলেরন-ভিত্তিক ছোট কম্পিউটার এনইউসি নিয়ে এসেছে। ৪ বাই ৪ আকৃতির এই ডিভাইসটির দাম ৪২ হাজার টাকা। কোরআই৩ পাশাপাশি পাওয়া যাচ্ছে সেলেরন প্রসেসরেও। দাম ২৫ হাজার টাকা। এ ছাড়া আট হাজার ৫০০ টাকায় মিলছে ট্যাবলেট পিসি, সঙ্গে উপহার হিসেবে দেয়া হচ্ছে ব্যাগ ও কিবোর্ড।
সেলিব্রিটি শোতে অংশ নেন নাট্যব্যক্তিত্ব ডি এ তায়েব এবং গুণীজন সম্মাননায় থাকবেন প্রযোজক ও সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার ডালিম।
এর আগে বৃহস্পতিবার প্রবেশ টিকেটের ওপর অনুষ্ঠিত র্যা ফল ড্রতে প্রথম হয়েছে মো. মেহেদী হাসান (টিকেট নম্বর-২৭৭), দ্বিতীয় হয়েছে রিফা (টিকেট নম্বর-৬৫৬৮) এবং তৃতীয় হয়েছেন প্রবাল বিশ্বাস