ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার
ভূমধ্যসাগরে ইঞ্জিন বিকল হওয়া নৌকায় ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১ আগস্ট) তাদের তিউনিসিয়া উপকূলে নিয়ে আসে দুটি জার্মান ও ফরাসি জাহাজ।জার্মানির জাহাজ সি-ওয়াচ ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ১৪১ জনকে উদ্ধার করে। আর ফ্রান্সের জাহাজ ওশান ভাইকিং উদ্ধার করে বাকিদের। উদ্ধারকৃতরা বাংলাদেশ, মরক্কো, মিশর ও সিরিয়ার নাগরিক।জানা গেচে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রীবহন করছিলো ওই নৌকাগুলো। তাদের গন্তব্যস্থল ছিলো ইউরোপ। কিন্তু, ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রে ভাসছিলো কাঠের তৈরি ওই নৌকাগুলো।খবর : রয়টার্স ।
Posted in: আর্ন্তজাতিক