বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » শ্রাবন্তী এখনো ভালোবাসায় বিশ্বাস করেন

শ্রাবন্তী এখনো ভালোবাসায় বিশ্বাস করেন 

180402197823260_349566779868763_1960874892782944975_n

টালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে চূড়ান্ত কিছু না জানালেও এরই মধ্যে নতুন প্রেমিকের নাম জানিয়েছেন তিনি। তার নতুন প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী, পেশায় ব্যবসায়ী।

যদিও এসব টানাপড়েনের মধ্যে সম্প্রতি এক সংবাদমাধ্যমে নিজের মনের কথা খোলাখুলি জানালেন শ্রাবন্তী।

‘বিয়ের ওপর থেকে ভরসা ওঠেনি। তবে সম্পর্কে জড়ানোর আগে দশবার ভাবব’ ক্যালকাটা টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

শ্রাবন্তীর ভাষ্য, ‘আমি এমন মানসিক অবস্থাতেই নেই যে প্রেম কিংবা বিয়ের কথা ভাবব। তবে আমি এখনও ভালোবাসায় বিশ্বাস করি। আমার পরিবার, বিশেষত আমার বোন সেই আস্থাকে আঁকড়ে রাখতে সাহায্য করেছে।’

নতুন প্রেমিক অভিরূপ নাগ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমি তো কন্ট্রোভার্সি কুইন। তাই আমাকে নিয়ে লোকজন যা ইচ্ছে তাই বলে।’ শ্রাবন্তী বলেন, তিনি এবং অভিরূপ একই বিল্ডিংয়ে থাকেন। ‘অভিরূপ সিঙ্গেল। আর আমি সেপারেটেড। সেই কারণেই ডেটিং নিয়ে চর্চাটা জোরালো। আমরা বিষয়টিকে আমল দিচ্ছি না বলেও মন্তব্য করেন এই নায়িকা।

এদিকে নির্বাচনে হারার পরপরই শ্রাবন্তীর নতুন প্রেমের খবর প্রকাশ্যে আসে। এমনকি নতুন প্রেমিককে নিয়ে নিজের বাড়িতে জন্মদিন উদ্‌যাপন করায় চমকে ওঠেন ভক্তরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone