প্রেমিককে ছুড়ে ফেললেন কেটি পেরি
বিনোদন ডেস্ক : প্রেমিক জন মেয়ারকে পরিত্যাগ করলেন পপগায়িকা কেটি পেরি। প্রায় দুই বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত কেটি একাই নিয়েছেন। অচেনা কিছু নারীর নাম্বার থেকে অসংখ্য ম্যাসেজ আসতো জন মেয়ারের মোবাইলে। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।
সূত্র জানায়, মেসেজ অবিরতভাবে আসতে থাকায় গত সপ্তাহের প্রথম দিকে কেটি প্রেমিক মেয়ারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে মেসেজগুলো কী বিষয়ে ছিল কিংবা তাতে কী লেখা ছিল এ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তবে মেসেজগুলো যে কেটি-মেয়ারের প্রণয়ের সম্পর্কে বাধা সৃষ্টি করেছে- বলে ধারণা করা হচ্ছে।
সূত্র দাবি করেছে, কেটির এই সিদ্ধান্তে খুব একটা উদ্বিগ্ন নন মেয়ার। বুধবার রাতে নিউইয়র্কের গ্রিনউইচ ভিলেজের ব্লু নোট জাজ ক্লাবে বেশ জাঁকিয়ে পার্টির আয়োজন করেন মেয়ার। সেখানে বেশ ভালোই আনন্দ-পূর্তিতে মত্ত হতে দেখা গেছে সদ্য প্রেমিকা হারানো মেয়ারকে।