পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনে ভারি বৃষ্টি আর বন্যায় প্রাণ গেছে অন্তত তিনজনের। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের কয়েক জেলায় পানি জমে জনভোগান্তি এখন চরমে। নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হুগলির আরামবাগ, গোঘাট, খানাকুল এলাকা।কয়েকদিনের টানা বর্ষণ ও দুর্গাপুর ব্যারেজ থেকে পানি ছাড়ায় বানের জলে ভাসছে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, বাকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। রুপনারায়নের বাধ ভেঙে পানি ঢুকে হুগলির খানাকুল-২ ব্লক পুরোপুরি বিচ্ছিন্ন। দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনী।বীরভূম-মুর্শিদাবাদ ও মালদা জেলার কিছু এলাকাও প্লাবিত। পানিতে তলিয়ে গেছে অশোকনগরে পশ্চিমবঙ্গের একমাত্র তেল-গ্যাস উৎপাদন প্লান্ট। ক্ষতির কবলে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শিলাবতী নদীর পানি বেড়ে একাধিক বাধ ভেঙে প্লাবিত পশ্চিম মেদিনীপুরে ঘাটাল শহর। প্রাণ গেছে বেশ কয়েকজনের। দ্বারকেশ্বর নদের বাধ ভাঙায় প্লাবিত আরামবাগের একাধিক এলাকা। সরিয়ে নেয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে। উদয়নারায়নপুরের ৬টি পঞ্চায়েত এলাকা জলমগ্ন। প্লাবিত হয়েছে আমতা-চাপাডাঙা রোড। বিভিন্ন জেলায় চালু করা হয়েছে প্রায় ৯০০ ত্রাণ শিবির। উদ্ধার করা হয়েছে কয়েক লাখ মানুষকে। বিহার, ঝাড়খাণ্ড রাজ্য একাধিক ব্যারেজ থেকে পানি ছাড়া অব্যাহত রাখায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।