দুঃখ প্রকাশ করে খালেদার বক্তব্য শুরু
রাজবাড়ী প্রতিনিধি : তিন বার কথা দিলেও রাজবাড়ীতে যেতে পারেননি বলে উপস্থিতি জনতার কাছে দুঃখ প্রকাশ করে বক্তব্য শুরু করলেন ১৯ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে রাজবাড়ীর ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানের জনসভা মঞ্চে বক্তব্য শুরু করেন বেগম খালেদা জিয়া।
এর আগে দুপুর আড়াইটার দিকে তিনি রাজবাড়ী পৌঁছান। এরপর রাজবাড়ী সার্কিট হাউজে মধ্যাহ্নভোজের পর সেখানেই বিশ্রাম করেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর ঢাকার বাইরে এটিই বিএনপি চেয়ারপারসনের প্রথম জনসভা। এ জনসভা থেকে ১৯ দলীয় জোটের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষিত হতে পারে।
সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটি জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।