কঙ্গোতে জ্বালানিবাহী ট্রাক ও বাসের সংঘর্ষ, নিহত ৩৩
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ৩১ জুলাই রাতে দেশটির রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পশ্চিমাঞ্চলে কিবুবার জাতীয় মহাসড়কে তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩৩ জন মারা যান। আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের লাশ শনাক্তে বেগ পেতে হচ্ছে দেশটির পুলিশকে। এমনকি অনেকগুলো মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। খবর : এএফপি।
Posted in: আর্ন্তজাতিক