বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » হানি সিংয়ের বিরুদ্ধে স্ত্রীর মামলা

হানি সিংয়ের বিরুদ্ধে স্ত্রীর মামলা 

124019Honey-Singh

হির্দেশ সিং, যার পরিচিতি ইয়ো ইয়ো হানি সিং নামে। বলিউডের জনপ্রিয় র‌্যাপার তিনি। নানা কারণে বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন এ গায়ক।

এবার হানি সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। দিল্লির আদালতে এ নিয়ে হানি সিংয়ের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।

মামলায় শালিনীর অভিযোগ, বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন অত্যাচারও চালাতেন হানি সিং। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে অভিযোগ দায়েরের পর রাতে মামলাটি রেকর্ড করেন আদালত।

হানি সিংয়ের স্ত্রীর পক্ষে আদালতে উপস্থিত হয়েছিলেন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে এবং জিজি কাশ্যপ।

মামলা রেকর্ড করে হানি সিংকে একটি নোটিশ পাঠিয়েছেন আদালত। আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যেসব সম্পত্তি হানি সিং ও তার স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না এ গায়ক।

বলিউডে পা রেখেই বদলে দিয়েছিলেন র‍্যাপের সংজ্ঞা। তার হাত ধরেই রূপ বদলে যায় পার্টি সংয়ের চেহারার। ‘আংরেজি বিট’ থেকে ‘পার্টি অলনাইট’ একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছেন হানি সিং।

সিনেমার পাশাপাশি সুপারহিট হয়েছে তার ভিডিও অ্যালবামগুলোও। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোয়ে প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছিলেন হানি সিং। তিনি যে বিবাহিত, সে খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন অনেক ভক্তই।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone