নতুন দুই নায়কের বিপরীতে
দুই নায়ককে নিয়ে সৈকত নাসিরের আরো একটি ছবিতে দেখা যাবে বুবলীকে। ছবির নাম ‘তালাশ’। সম্প্রতি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের আলোচিত এ অভিনেত্রী। এ ছবিতে বুবলীর সহ-অভিনেতা হিসেবে আছেন এ কে আজাদ আদর ও আসিফ আহসান খান । সব কিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই ক্যামেরা অন হবে তালাশ টিমের। এমনটাই জানালেন বুবলী।
তিনি বলেন, ‘লকডাউনে ফিল্মপাড়া অনেকটাই স্থবির। এরই মাঝে সম্প্রতি সৈকত ভাইয়ের এ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। মজার কথা হলো ছবিটির প্রাথমিক আলোচনা ও প্রস্তুতি অনলাইন প্ল্যাটফর্মেই সেরে নিচ্ছি। শিগগিরই শুটিং শুরু হবে ছবিটির।’
এদিকে পরিচালক সৈকত নাসির বলেন, ‘বুবলীর কথা নতুন করে কিছু বলার নেই। আদর খুবই ট্যালেন্ট একটি ছেলে। আমার সঙ্গে একটি প্রজেক্টে তিন বছর কাজ করেছে। অন্যদিকে র্যাম্প জগতে আসিফ এখন অন্যতম। গল্পের প্রয়োজনেই এ দুজনকে নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেন বুবলী। ছবিতে তার বিপরীতে ছিলেন নিরব। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।