পাঁচটি টি-টোয়েন্টি খেলতে এ মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে গড়াবে ৫ ম্যাচের সিরিজটি। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। পহেলা সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বরে।
ম্যাচগুলো তারিখ নির্ধারিত হলেও ম্যাচের সময় এখনও নির্ধারন করা হয়নি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। প্রস্তুতি ম্যাচটি ২৯ আগস্ট বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।