বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বাংলাদেশ সফর শেষে ১৮ বছর পর পাকিস্তান যাবে নিউজিল্যান্ড!

বাংলাদেশ সফর শেষে ১৮ বছর পর পাকিস্তান যাবে নিউজিল্যান্ড! 

172708paki

অবশেষে ধীরে ধীরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক দলগুলো আসতে শুরু করেছে। এ মাসের ২৪ তারিখ বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। নতুন খবর হলো, বাংলাদেশ সফর শেষ করেই তারা উড়াল দেবে পাকিস্তানের উদ্দেশে। সেখানে অনুষ্ঠিত হবে ৩টি ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

১০ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শেষ হবে। পরদিনই তারা চলে যাবে পাকিস্তানে। সেখানে গিয়ে তিন দিনের আইসোলেশনে থাকতে হবে নিউজিল্যান্ড দলকে। এর পরের দুই দিন অনুশীলন। ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।

২৫ সেপ্টেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ ২৬ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর। সবগুলো টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে। এর আগে সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। ওই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে তারা হোয়াইটওয়াশড হয়েছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে হামলার পর সব আন্তর্জাতিক দলের সফর বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone