উপজেলা নির্বাচন শেষে সরকার পতনের আন্দোলন
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, উপজেলা নির্বাচন সমাপ্তির পর দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু হবে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ক্যাডাররা জোর করে বিএনপির সমর্থিত প্রার্থীর এজেন্ডদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে, হামলা করেছে। নয়তো আমাদের ফলাফল আরো ভাল হতো।
শনিবার রাজবাড়ির রেলওয়ে মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।
ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের জাগতে হবে। আমরা আগেও রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। এখনো দরকার হলে আবার রক্ত দিয়ে দেশকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা অস্ত্র দিয়ে একের পর এক মানুষ খুন করছে। অথচ বিরোধী দলীয় নেতা-কর্মীদের জেলে নেওয়া হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। খুন ও গুম করা হয়েছে অসংখ্য নেতা-কর্মীকে।
সংসদের চলমান অধিবেশন সম্পর্কে খালেদা জিয়া বলেন, ‘জনগণের অর্থে সংসদ চলে অথচ সেই সংসদে এখন জনগণের উন্নয়ন নিয়ে আলোচনা হয়না। সেখানে শুধু গালাগালি করা হয়।’
জঙ্গিরা কারাগারে থেকে কিভাবে ফোনে কথা বলে তা সরকারের কাছে জানতে চেয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, এটা বিষ্ময়কর।
পদ্মা সেতু নির্মাণ সম্পর্কে তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে পদ্মা সেতুর নির্মাণ করবো।’