জিতি বা হারি; আমাদের দেশে খেলা দেখানো উচিত : অ্যাস্টন আগার
১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর এই প্রথম অস্ট্রেলিয়া দলের কোনো অ্যাওয়ে সিরিজ তাদের দেশে সম্প্রচারিত হচ্ছে না। মিচেল স্টার্কদের বাংলাদেশ সফর নিয়ে কোনো আগ্রহ নেই অজি সম্প্রচারকারীদের। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে অস্ট্রলিয়া। দুটি ম্যাচের দিনই অ্যারন ফিঞ্চ আর গ্লেন ম্যাক্সওয়েল টুইটারে খেলা দেখার লিংক চেয়েছেন। এবার খেলা দেখানোর দাবি জানিয়েছেন অ্যাস্টন আগার।
আজ শুক্রবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন। অজি ক্রিকেটারদের পরিবারও এই সিরিজ দেখতে মুখিয়ে আছে। এর আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অজি স্পিনার অ্যাস্টন আগার বলেন, ‘খেলা দেখতে না পেরে আমার স্ত্রীর তো মন খারাপ। সে জানতে চাচ্ছিল অস্ট্রেলিয়ার মানুষ এই খেলা দেখতে পারছে না বলে আমি খুশি কিনা। না, আমি খুশি না। আমার মনে হয়, জয়-পরাজয় যাই হোক মানুষ সবসময়ই খেলা দেখতে চায়।’
ক্রিকেটকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ায় সম্প্রচারকারীদের ভূমিকা বোঝাতে মুস্তাফিজের উদাহরণ টানেন আগার, ‘আমার তো কল্পনা করতে ইচ্ছা হয়, অস্ট্রেলিয়ার একজন শিশু বা কিশোর, সে ছেলেই হোক বা মেয়ে, তারা নতুন সব খেলোয়াড়দের খেলা দেখছে যাদের আগে দেখেনি। এমন বোলিং স্টাইল দেখছে যা তারা অস্ট্রেলিয়াতে আগে দেখেনি। আমি তো কল্পনা করি, তারা এসব দেখে মুস্তাফিজুরের মতো স্লোয়ার বোলিং করার চেষ্টা করছে।’