শনিবার ভোরে দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
আগামীকাল (শনিবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ফুটওভার ব্রিজের ডেকবিম বসানোর কাজ চলবে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ কাজ চলবে। তাই এ সময়ে নিরাপত্তার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় গত মে মাসে। এটি চালু হতে আরও দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে। এটি নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হচ্ছে।