বিমানের কার্গো হোল্ডারে সাপ
ইন্ডিগো কোম্পানির একটি বিমান ভারতের মধ্যপ্রদেশের রায়পুর থেকে যাত্রী নিয়ে নেমেছিল কলকাতার দমদম বিমানবন্দরে। এরপর তা যাওয়ার কথা ছিল মুম্বাইয়ের পথে। সেইমতো যাত্রীরাও সকলে বিমানে উঠেছিলেন। কিন্তু বিমানের কার্গো হোল্ডার অর্থাৎ জিনিসপত্র রাখার যে কক্ষ, তার সামনেই দেখা যায় একটি সাপ। বিমানকর্মীরা সেখানে কাজ করতে গিয়ে সাপটিকে দেখেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বিমানবন্দরের তরফে আবার বনদপ্তরে খবর পাঠানো হয়। ঘণ্টাখানেকের মধ্যে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। কিন্তু ততক্ষণে যাত্রীমহলে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সাপটি কোনো ধরনের, তা এখনও জানা যায়নি। কী অবস্থায়, কীভাবে সাপটি বিমানের কার্গো কক্ষের সামনে এলো, এসব প্রশ্নের উত্তরও অধরা। সাপটিকে উদ্ধার করার পর নিয়ম মেনে বিমানটি সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে। ঝুঁকি না নিয়ে বিমানের সব যাত্রীকে নামিয়ে অন্য বিমানে মুম্বাই পাঠানো হয়েছে বলে খবর। তবে সাপটি বিমানের মধ্যে কোথা থেকে এলো, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সাধারণত কোনও বিমান আসা যাওয়ার সময়ে নিরাপত্তার স্বার্থে খুঁটিয়ে তল্লাশি চলে। কিন্তু ইন্ডিগোর এই বিমানটি রায়পুর থেকে উড়ার আগে এবং কলকাতায় অবতরণের পর সাপটি কারও নজরে এলো না কেন? এই প্রশ্ন উঠছে। সেই সঙ্গে বিমানে যাত্রী নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক