দ্বিতীয় ডোজের ৬ মাস পরও ৯৩% কার্যকর মডার্নার টিকা
মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না বলছে—তাদের কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পরও সেটি ৯৩ শতাংশ কার্যকর থাকে। ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ভিত্তিক প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় তাদের আয়ের হিসাব দেওয়ার সময় এ কথা বলেছে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের কোভিড-১৯-এর টিকা ছয় মাস ধরে ৯৩ শতাংশ টেকসই কার্যকারিতা দেখিয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে যে, (করোনার) ডেলটা ধরনটি একটি উল্লেখযোগ্য নতুন হুমকি। তাই এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’মডার্নার কর্তৃপক্ষ এরই মধ্যে জানিয়েছে যে, তারা মনে করছে—শীত আসার আগে টিকার একটি বুস্টার শট নেওয়া প্রয়োজন। তবে, মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা আপাতত বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন না।এদিকে, দরিদ্র দেশগুলোতে টিকার প্রথম ডোজ দেওয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বুস্টার ডোজ না দিতে ধনী দেশগুলোকে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।