কোভিড-১৯ টিকা না নেওয়ায় সিএনএনের ৩ কর্মী চাকরিচ্যুত
মহামারি করোনা ভাইরাসের টিকা না নিয়ে অফিসে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। শুক্রবার (৬ আগস্ট) নিজেদের এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির নিয়ম লঙ্ঘন করার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সিএনএনের প্রধান জেফ জাকার ওইসব কর্মীকে বৃহস্পতিবার এক চিঠিতে বরখাস্তের তথ্য জানিয়েছেন। চিঠিতে জেফ জাকার ওই তিনজনকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, অফিসে আসা বা বাইরে যেকোনো কাজে গেলে, যদি অন্যদের সংস্পর্শে আসতে হয়- তাহলে তাদের টিকা নেওয়া কোম্পানির নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক।চিঠিতে জেফ জাকার লিখেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এ নীতিতে আমরা শূন্য পরিমাণ সহনশীলতা দেখাতে চায় না। এদিকে টিকা নেওয়ার প্রসঙ্গে জেফ জাকার বলেন, তাদের নিউজ বিষয়ক সংবাদকর্মীদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি কাজে ফিরেছেন। তিনি আরও বলেছেন, টিকা নেওয়ার প্রমাণটা ‘সম্মানজনক ব্যবস্থা’। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টা, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যানজেলেসের অফিসগুলোতে মুখে মাস্ক পরতে বলা হয়েছে। এছাড়া সিএনএন জানিয়েছে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত সব অফিসে উপস্থিতির সিদ্ধান্ত পিছিয়ে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত করা হবে।