শেষ ম্যাচ খেলে রাতেই বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া দল
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি আজ সন্ধ্যায় শুরু হবে। ম্যাচটি শেষ করে রাতেই দেশের উদ্দেশে রওয়ানা হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
গত ২৯ জুন বাংলাদেশে পা রাখে অস্ট্রেলিয়া। ৩ দিন কোয়ারেন্টিন শেষে দলটি অনুশীলন শুরু করে ১ আগস্ট। ৩ আগস্ট শুরু হয় সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৩ রানের জয়লাভ করে। পরের ম্যাচে ৫ উইকেট এবং তৃতীয় ম্যাচে ১০ রানের জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।
চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচেও জয়ের জন্য মুখিয়ে থাকবে অজিরা। ম্যাচটি শেষ করে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরবে অজিরা। এরপর সেখান থেকে বের হয়ে ম্যাথু ওয়েডের দল সোজা যাবে বিমানবন্দরে। সেখান থেকে রাত ১টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে অজিদের বহনকারী ফ্লাইট।
সিরিজটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই সিরিজেই অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। শুধু ম্যাচ নয়, সিরিজই জিতে নিয়েছে মাহমুদউল্লাহবাহিনী। আজ জিতলে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার গৌরব অর্জন করবে বাংলাদেশ।