জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে জাতিসংঘ
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে। চৌদ্দ হাজারের বেশি গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন দেবে জাতিসংঘের ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)। আগামী কয়েক দশকে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা যাবে এই প্রতিবেদনের মাধ্যমে। কোনো সুসংবাদ নিশ্চয় থাকবে না এতে। তবে, পরিবেশ বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বলছেন, এই প্রতিবেদন বিশ্বের সরকারগুলোর প্রতি কার্বন নিঃসরণ কমানোর জন্য বড় ধরনের আহ্বান হিসেবে কাজ করবে। সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড মাত্রায় দাবানল, তাপদাহ, অতিবৃষ্টি, বন্যাসহ বিশ্বব্যাপী আবহাওয়ার বিরূপ চেহারা দেখে আসছে মানুষ।আইপিসিসি আজ সোমবার (বাংলাদেশ সময়) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করবে এবং এটি যুক্তরাজ্যে নভেম্বরে অনুষ্ঠাতব্য কপ২৬ সম্মেলনে ব্যবহৃত হবে। ১৯৬টি দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নেবেন। খবর : বিবিসি।