বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে করে টিকা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে করে টিকা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী 

170410230164378_374075490771009_1250041148024996148_n

সরকার করোনা গণটিকা কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে টিকা পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারসহ পাঁচ সদস্যের মেডিক্যাল টিম এ টিকা নিয়ে যান। গণটিকা কার্যক্রম অংশ হিসেবে আজ মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বসবাসকারী বিলাইছড়ি উপজেলা পরিষদের অন্তর্গত বড়থলি ইউনিয়নের প্রায় ৭০০ পাহাড়ি জনগোষ্ঠী টিকা পাবে।

এভাবে দুর্গম এলাকায় সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় টিকাকার্যক্রম পরিচালনা করতে পারায় জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone