‘রাগিনি এমএমএস টু প্রচারে রাস্তায় নামছে সানি
বিনোদন ডেস্ক : সানি লিওনের প্রতীক্ষায় ক্ষণ গুনছে দিল্লি-মুম্বাইয়ের অটোচালকরা। ‘রাগিনি এমএমএস টু’ ছবির প্রচারে এবার রাস্তায় নামতে যাচ্ছে সানি। কায়দাটা একটু ভিন্ন বটে। প্রচার চালাবেন অটোচালকদের সঙ্গে নিয়ে। সানির প্ল্যান অনুযায়ী, অটোচালকদের পাশে বা দিকের সিটে বসে দিল্লি-মুম্বাইয়ের রাস্তাতে ঘুরবেন তিনি ৷ সকাল সকাল অটো স্ট্যান্ডে গিয়ে রাগিনি এমএমএস লেখা ফ্ল্যাগ উড়িয়ে নিজের কায়দায় শুভেচ্ছা জানাবেন অটোওয়ালাদের৷ আর এ কথা শোনার পর থেকে অটোওয়ালাদের উত্তেজনা আর কে ধরে রাখে! সিট মুছে, আয়না মুছে, নতুন রঙ চড়িয়ে একেবারে তৈরি নিজেদের অটোকে সানি লিয়নের হাতে তুলে দিতে৷
চলতি মার্চেই সানির এ প্রচারে নামার কথা রয়েছে। ইতোমধ্যে দিল্লি-মুম্বাইয়ের অটোর সামনে দেখা মিলছে রাগিনি’র পোস্টার ৷ কোনোটায় লেখা ‘রাগিনি কা নয়া এমএমএস দেখা হ্যায় কিয়া?’ কোনওটাতে লেখা ‘দো মে জাদা মজা হ্যায়’ ইত্যাদি ইত্যাদি ৷ একতা কাপুরের নতুন এই ছবির অভিনব প্রচার সারা ফেলেছে গোটা দেশে ৷ মুম্বাইয়ের অন্ধেরি এলাকার অটো স্ট্যান্ড থেকেই শুরু হবে সানির অটো যাত্রা ৷