কাল খুলছে ভারতীয় ভিসাকেন্দ্র, লাগবে না অ্যাপয়েন্টমেন্ট
করোনা কারণে বাংলাদেশে বন্ধ থাকা ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো বুধবার (১১ আগস্ট) থেকে খুলছে। ফলে আগামীকাল থেকে এসব কেন্দ্রে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ করা হবে। তবে পর্যটক ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আজ মঙ্গলবার দুপুরে তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হবে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।
এর আগে ১ জুলাই থেকে বাংলাদেশে সব ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারত। ওই সময়ে চিকিৎসাসহ জরুরি ভ্রমণের ভিসা আবেদনগুলো বিবেচনা করা হয়েছিল।