বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান মেসি

পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান মেসি 

171007cop_kalerkantho_pic2546

ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে আসা এ তারকা বুধবার (১১ আগস্ট) সংবাদ সম্মেলনে ক্লাবটির হয়ে চ্যম্পিয়নস লিগ শিরোপা জেতার কথা জানান।

পিএসজি সভাপতির দেয়া বক্তব্যের পর মেসি বলেন, ‘প্রথমত ক্লাব সভাপতির (নাসের-আল-খেলাইফি) বক্তব্যে আমি খুব খুশি এবং তাকে ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন পর বার্সেলোনা ছেড়ে আসা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু আমি এখানে (পিএসজি) এসে খুব খুশি। আমি চেয়েছিলাম দ্রুত চুক্তি সম্পন্ন করে অনুশীলনে যোগ দিতে। প্যারিসে পৌঁছানোর পর থেকেই আমি ও আমার পরিবার সময়গুলো খুব উপভোগ করছি।’

খুব তাড়াতাড়ি অনুশীলনে যোগ দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চান ইতিহাস সেরা এ ফুটবলার। তিনি বলেন, ‘এখন আমার একমাত্র উদ্দেশ্য অনুশীলনে যোগ দিয়ে কোচ ও সহপাঠীদের সাথে নিয়ে নতুন অধ্যায় শুরু করা। বার্সেলোনা থেকে বিবৃতি (চুক্তি নবায়ন না করা) আসার পরপরই ক্লাবটি যেভাবে খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে সহজেই চুক্তি সম্পন্ন করেছে ও দ্রুত সমস্যাগুলোর সমাধান করেছে এজন্য পিএসজি সভাপতি ও ক্লাবের সবাইকে ধন্যবাদ।’

পিএসজির হয়ে সবধরনের শিরোপা জেতার কথা জানিয়ে মেসি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই খুশি। বরাবরের মতো এখনও আমি সবসময় জিততে চাই। ক্লাবের হয়ে সবরকমের শিরোপা জিততে প্রস্তুত আমি। এখানে আমার আসার কারণ হচ্ছে আরো দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিততে থাকা। আমার লক্ষ্য হচ্ছে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা। এই ট্রফি ঘরে তোলার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি আমরা এটি পারব।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone