নির্বাচনী সহিংসতায় আহত গ্রাম পুলিশের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : সোনাইমুড়ী উপজেলায় নির্বাচন চলাকালে দুর্বৃত্তদের হামলায় আহত গ্রাম পুলিশ (ছকিদার) জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জামাল উদ্দিন (৫৫) উপজেলার সোনাপুর ইউনিয়নের ধর্নপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ ঘটনা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে সোনাপুর ইউনিয়নের ধর্নপুর মহিলা মাদ্রাসায় দায়িত্ব পালন করছিলেন গ্রাম পুলিশ জামাল উদ্দিন।
দুপুরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে রিদওয়ান নামের এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
পরে গুরুত্বর আহত অবস্থায় জামাল উদ্দিনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।