থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলন
নিরাপত্তা বাহিনীর বাধার মুখে মঙ্গলবারও সরকারবিরোধী আন্দোলনে উত্তাল থাইল্যান্ডের পরিস্থিতি। রাজধানী ব্যাংককে ফের জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী।এদিনও পুলিশি বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যান তারা। গ্রেফতার হয়েছে কমপক্ষে ছয় বিক্ষোভকারী। সংঘর্ষে আহত অনেকে। পুলিশের দাবি- বিক্ষোভকারীদের হামলায় আহত ছয় পুলিশ সদস্য। এদিকে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের পরও বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় জড়ো হয় বিক্ষোভকারীরা। মহামারি মোকাবেলায় সরকারের ব্যর্থতা এবং চলমান অর্থনৈতিক মন্দায় দেশটিতে জোড়ালো হয় সরকারবিরোধী বিক্ষোভ।
Posted in: আর্ন্তজাতিক