কথা রাখেননি আমির খান
সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে তার। অভিনেতার ভাইয়ের অভিযোগ, তার চিকিৎসার ব্যবস্থা করার কথা দিয়ে তা রক্ষা করেননি অভিনেতা আমির খান!
অনুপম শ্যাম ছোট পর্দায় ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ সিরিয়ালের ঠাকুর সজ্জন সিং হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন দর্শকদের মধ্যে। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির সমস্যায়। এরপর হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টেও ছিলেন তিনি।
বিপুল অর্থ ব্যয় হয় তার চিকিৎসায়। একসময় অর্থসংকট দেখা দেয়। বাধ্য হয়ে আর্থিক সাহায্য প্রার্থনা করে তার পরিবার।
প্রয়াত অভিনেতার ভাই অনুরাগ শ্যামের দাবি, তার দাদার চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নিয়েছেন আমির খান। আমির খানের সঙ্গে ‘লগান’ ছবিতে কাজ করেন অনুপম।
অনুরাগের কথায়, ‘গত বছর উত্তরপ্রদেশে একটি ছোট্ট মফস্বল প্রতাপগড়ে যখন মা অসুস্থ হয়ে পড়েছিলেন সেই খবর শুনে ভারি ব্যস্ত হয়ে পড়েছিলেন দাদা। মায়ের অসুস্থতা সত্ত্বেও তিনি সেখানে যেতে পারছিলেন না। তার একমাত্র কারণ ওই অঞ্চলে কোনো ডায়ালিলিস সেন্টার ছিল না। অথচ কিডনির সমস্যায় অনুপমের সপ্তাহে একাধিকবার ডায়ালিসিস করাতে হতো। উপায় না দেখে বিভিন্ন জায়গায় তদবির করার পাশাপাশি তিনি আমির খানের কাছে আর্জি জানান। আশ্বাস দিয়েছিলেন আমির। তবে এর কয়েক মাস পর থেকে ফোন তোলাই বন্ধ করে দেন আমির। হাজার ফোন করলেও আর তুলতেন না। ব্যাপারটায় ভারি কষ্ট পেয়েছিলেন দাদা।’