আইসিসি কি ঘুমিয়ে আছে, প্রশ্ন ইনজির
এ বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানে ১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজে পাকিস্তান প্রথম সারির খেলোয়াড়দের স্কোয়াডে রাখলেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের ৮ খেলোয়াড়ই আইপিএল খেলতে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রধান্য দেওয়ায় ক্রিকেটারদের ওপর ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি। নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘পাকিস্তান যেখানেই যাচ্ছে, তারা মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে না। এপ্রিলে আমরা দক্ষিণ আফ্রিকা গেলাম, তারা তাদের খেলোয়াড়দের পাঠিয়ে দিলো আইপিএলে। পাকিস্তানে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও ৮ খেলোয়াড় সফর থেকে নাম প্রত্যাহার করল আইপিএলের কারণে।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হচ্ছে মূল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে না পারায় পাকিস্তান দল সঠিক অনুশীলন করতে পারছে না। খেলোয়াড়রা জাতীয় দলে না খেলে আইপিএলে খেলছে। আইসিসি কি ঘুমিয়ে আছে?’
উল্লেখ্য যে, আইপিএলের জন্য নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, লকি ফার্গুসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ও টিম সেইফার্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলছেন না। সেই সিরিজে কিউই দলকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ দলের বাইরে থাকা টম ল্যাথাম।