১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত
১৬ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার দূরপ্রাচ্যের কামচাটকা এলাকায় বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার জরুরি বিভাগ এবং কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, নয়জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।রাশিয়ার ভিটইয়াজ-অ্যারো কোম্পানি হেলিকপ্টারটি পরিচালনা করছিল এবং এতে ১৩ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। স্থানীয় জরুরী বিভাগ জানিয়েছে, ১৬ আরোহী নিয়ে হেলিকপ্টারটি কামচাটকা উপদ্বীপের দক্ষিণ একটি হ্রদের পাড়ে জরুরি অবতরণ করে। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ থেকে পর্যটকদের বহন করছিল ওই হেলিকপ্টারটি। হেলিকপ্টারটি পর্যটককে নিয়ে হ্রদের মধ্যে পড়ে। সাতজন যাত্রী এবং দুজন ক্রু সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।