এবার কি আইপিএলের জন্য পাকিস্তান সফরও বাতিল করবে ইংল্যান্ড?
প্রথমে স্থগিত আইপিএলের বাকি অংশে কোনো ক্রিকেটার পাঠাতে অপরাগ হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে মত বদলে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে কারণে বাংলাদেশে তাদের নির্ধারিত সফর দেড় বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এবার সেই আইপিএলের জন্য ইংলিশদের পাকিস্তান সফরও বাতিলের মুখে। কারণ আইপিএল শেষ হওয়ার আগেই ইয়ন মরগ্যানদের পাকিস্তান সফরে যাওয়ার কথা আছে।
আগামী অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংলিশদে। তখনও আইপিএল শেষ হবে না। সফরসূচি নিয়ে পিসিবির এক কর্মকর্তা ‘ক্রিকবাজ’কে বলেছেন, ‘ইংল্যান্ডের পুরুষ এবং নারী উভয় দলই পাকিস্তানে যাবে। একই দিনে দুটি করে টি-টোয়েন্টি খেলা হবে এবং তারপরেই ইংল্যান্ড এবং পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে দুবাই রওনা দেবে। তবে ইংল্যান্ডের নারী ক্রিকেট দল ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানেই থেকে যাবে।’
কিন্তু অন্যদিকে চেন্নাই সুপার কিংসের সহকারী নির্বাহী কাশি বিশ্বনাথন বলেছেন, ইংলিশ ক্রিকেটাররা টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন। এর ফলেই দেখা দিয়েছে বিভ্রান্তি। ইতিমধ্যেই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের দিনক্ষণ ও ভেন্যুও ঘোষণা করা হয়ে গেছে। ১৩ ও ১৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। আর আইপিএলে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। তাই প্লে অফ খেলা কোনো দলের ইংলিশ ক্রিকেটাররাই দুই জায়গায় খেলতে পারবেন না।
ইসিবি প্রধান টম হ্যারিসন আইপিএলে খেলোয়াড়দের অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘আইপিএলের বিষয়ে আমরা আমাদের ক্রিকেটারদের সঙ্গে কথা বলব। বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই ক্রিকেটাররা নিজেদের সূচি ম্যানেজ করবেন। এই নিয়ে কথাবার্তা চলছে এবং খেলোয়াড়রদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত চুড়ান্ত করা হবে।’
এর পাশাপাশি পাকিস্তানের মাটিতে সিরিজও খেলার বিষয়েও সম্মতি দিয়েছেন টম হ্যারিসন। কিন্তু একসঙ্গে দুটি টুর্নামেন্ট কীভাবে হবে তা নিয়ে কিছুই বললেন। হ্যারিসন আরও বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পুরোপুরি আগ্রহী। ২০০৪ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। আইসিসির পূর্ণ সদস্য অপর একটি দলকে আমরা সাহায্য করতে চাই।’