ফিফা র্যাংকিংয়ে চার ধাপ পেছাল বাংলাদেশ
ফিফা র্যাংকিংয়ে আবারও পিছিয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে জামাল ভূঁইয়াদের অবস্থান ১৮৮ নম্বরে। অবনতি ঘটেছে চার ধাপ। আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে গেছে কোপা আমেরিকার রানার্সআপ ব্রাজিল। আর প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছে।
ব্রাজিল দুইয়ে উঠে আসায় এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। তবে আগের মতোই চার নম্বরে ইউরোর রানার্সআপ ইংল্যান্ড। ইউরো জয়ী ইতালি দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে। স্পেন ও পর্তুগাল আগের অবস্থান থেকে পিছিয়ে যথাক্রমে সাত ও আট নম্বরে আছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নেমে গেছে ১৬ নম্বরে।
র্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে কাতার। ১৬ ধাপ এগিয়ে ৪২তম স্থানে আছে আগামী বিশ্বকাপের আয়োজকেরা। দুই ধাপ এগিয়ে নবম স্থানে আছে মেক্সিকো। আরও অবাক করা বিষয় হলো, কনকাকাফ গোল্ড কাপ জয়ী যুক্তরাষ্ট্র; ১০ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছে। উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বরে পরবর্তী র্যাংকিং প্রকাশ করবে ফিফা।