সরকার আরো কঠোর হবে : হাছান মাহমুদ
রোকন উদ্দিন, ঢাকা : রাজবাড়ীর জনসভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত আবারো জ্বালাও-পোড়াও আন্দোলন করতে চাইলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, তাদের আন্দোলন দমনে সরকার অতীতের যে কোন সময়ের চেয়ে আরো কঠোর হবে।
রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিভাগ শ্রমিক লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জঙ্গি ও জামায়াতকে সাথে নিয়ে বিএনপি যে আন্দোলন করছে, তা কোন আন্দোলন নয়। এটি সন্ত্রাসী কর্মকা-।
এসময় তিনি বিএনপি’র যে কোন অপচেষ্টা এবং ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।
মাবন বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী, সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।