যুক্তরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
যুক্তরাজ্যের ইংল্যান্ডের পলিমাউথে নির্বিচার গুলিতে প্রাণ গেছে এক শিশুসহ অন্তত ৬ জনের। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেহ্যাম এলাকার বিডিক ড্রাইভে এ ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এদিন তিন নারী, দুই পুরুষ ও সন্দেহভাজন হামলাকারী মারা গেছে। বন্দুকের গুলি বা এ সম্পর্কিত জখম থেকে সবার মৃত্যু হয়ে বলে ধারণা করা হচ্ছে। এ হামলাকে দু:খজনক আখ্যা দিয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।
Posted in: আর্ন্তজাতিক