শারজায় এক দম্পতির চার ছেলে সন্তানের জন্ম
সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক দম্পতির একসঙ্গে চার সন্তানের জন্ম নিল। তবে তার চার সন্তানই আবার ছেলে। এমন বিরল ঘটনায় স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ওই দম্পতি। চার সন্তান জন্ম দেয়া ৩৩ বছর বয়সী ঐ নারী জানান, গত ৬ জুলাই তিনি একসাথে চারটি ছেলে সন্তানের জন্ম দেন। প্রত্যেকের ওজন ১.৬ থেকে ২ কেজি পর্যন্ত।ইতিমধ্যে ওই চার শিশুর নাম রাখা হয়েছে। তাদের নাম যথাক্রমে- আহমাদ, আদম, মোহাম্মদ এবং মালেক। এটা ঐ নারীর চতুর্থ সিজারিয়ান ছিল। এই দম্পতির আগে হাবিবা (১১), ফারাহ (৬) এবং রাহমা (৪) নামে তিনটি মেয়ে রয়েছে। কিন্তু তারা আরও সন্তান নিতে চাইছিলেন। ওই দম্পতি আমিরাতে বাস করলেও আসলে তারা মিশরীয়।