ডাল মে কুচ কালা হ্যায় : কাদের সিদ্দিকী
এইদেশ এইসময়, ঢাকা : কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, অদ্ভুত এক উটের পিঠে চলছে দেশ। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠুনকো।
তিনি বলেন, তবে ডাল মে কুচ কালা হ্যায়।
টাঙ্গাইল-৮ শূন্য আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কি-না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, হতেও পারে, না-ও হতে পারে। তবে ডাল মে কুচ কালা হ্যায়।
নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে রোববার সকাল ১০টায় শুনানি শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়। কাদের সিদ্দিকী উপস্থিত থেকে শুনানিতে অংশ নেন।
এসময় নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
শুনানির রায় বিকেলে দেয়া হবে বলে ইসি সূত্র জানিয়েছে।
ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
গত বৃহস্পতিবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন কাদের সিদ্দিকী।
প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।