শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চায় তালেবান-আফগান
আফগানিস্তানের রাজধানী কাবুল ঘেরাও করার পর তালেবান ও আফগান সরকারের কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য আলোচনা করছেন।রোববার (১৫ আগস্ট) তালেবান সৈন্যরা কাবুল ঘেরাওয়ের পর ক্ষমতা হস্তান্তরের আলোচনা চলছিল বলে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল। গোষ্ঠীটি বলছে, তারা তালেবান সেনাদের নির্দেশ দিয়েছে যে তারা যেন সহিংসতা না করে এবং কেউ যদি কাবুল ত্যাগ করতে চায় তাকে যেন বাধা না দেওয়া হয়।গোষ্ঠীটির একজন মুখপাত্র এক টুইট বার্তায় বলেন, ট্রানজিশন (ক্ষমতা হস্তান্তর) প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাবুলের নিরাপত্তার দায়িত্ব আফগান সরকারের।আফগান সরকারের ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত পাওয়ার পর কাবুলে রক্তপাতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষমতা বদলের জন্য আলোচনা চলছে।