ক্যানসারে আক্রান্ত হয়ে সুডোকুর জনক মাকি কাজি মারা গেছেন
পত্রিকার পাতা খুললেই বাক্স ভর্তি ধাঁধার খেলা প্রায় সব পাঠকেরেই চোখে পড়ে। অনেকে দিনভর চেষ্টা করে ধাঁধার সমাধানে ব্যস্ত থাকতে ভালবাসেন। সংখ্যার গুপ্তধনের খোঁজ নেশার মতো। সেই জনপ্রিয় জাপানি ব্রেনটিজার গেম সুডোকুর জনক মাকি কাজি মারা গেছেন।গত ১০ আগস্ট ৬৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত মারা যান তিনি। জাপানি সুডোকুর সঙ্গে বিশ্বের প্রায় সব মানুষই কমবেশি পরিচিত। বুদ্ধির খেলায় গোটা বিশ্বের মানুষের কাছে জাপানি সুডোকুর জুরি মেলা ভার। জাপানি এই খেলাটির প্রকাশক সংস্থা একটি টুইট করে মাকি কাজির মৃত্যুর কথা জানায়। দীর্ঘদিন তিনি ক্যানসারের মতো মরণব্যাধির সঙ্গে লড়াই করছিলেন। ধাঁধার খেলার অনুরাগীদের কথা মাথায় রেখে মাকি কাজির স্মরণসভা করবে সুডোকুর প্রকাশক সংস্থা। ১৮ শতকে সুইস গণিতবিদ লিওনহার্ড ইউলার সংখ্যা নির্ভর ক্রসওয়ার্ড গেমটি সামনে আনেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধাঁধার খেলার কিছুটা আধুনিকীকরণ করা হলেও মানুষের কাছে জাপানি সুডোকু জনপ্রিয় করে তোলেন মাকি কাজি। সুডোকু জনপ্রিয়তা পায় খবরের কাগজ ও ম্যাগাজিনের মাধ্যমে।সুডোকু খেলায় প্রত্যেকটি কলাম (লম্বালম্বি) ও প্রতিটি রো (আড়াআড়ি) ভাবে যে নয়টি করে ঘর থাকে সেগুলোতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো ঠিক একবার করে বসাতে হয়। ওই ঘরগুলিতে কোনো সংখ্যা একবারের বেশি ব্যবহার করা যাবে না।ধৈর্য, মনোযোগ ও বুদ্ধির ব্যবহার না করলে সুডোকু খেলা সম্ভব নয়। ইউলারের পরিকল্পনাপ্রসূত এই ব্রেনটিজারটি নিকোলি সাময়িকী প্রথম জাপানে নিয়ে আসেন।মাকি কাজির প্রচেষ্টায় সুডোকুর সৃষ্টি হয়। জাপানি নাম হলেও এর ইতিহাস জড়িয়ে আছে ল্যাটিন আমেরিকার সঙ্গে। এরপরেই ইউরোপ ও আমেরিকার একাধিক ম্যাগাজিন ও পত্রিকার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। খবর : বিবিসি।