প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
প্রধান প্রতিবেদক : দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
আগাম জামিন নিয়ে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
প্রসঙ্গত, দৈনিক প্রথম আলো পত্রিকায় গত ২৮ ফেব্রুয়ারি ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ এবং ১ মার্চ ‘৬ থেকে ৮ সপ্তাহের স্বাধীনতা’ শিরোনামে মিজানুর রহমান খানের লেখা দু’টি নিবন্ধ প্রকাশিত হয়।
এ নিবন্ধ দু’টির বিষয়ে ব্যাখ্যা দিতে আদালত দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানকে আগামী ৬ মার্চ সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে উক্ত নিবন্ধের কারণে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান এবং উপ-সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে কেনো আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ জানতে চেয়েছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।