ভালভার্দে আবার কোচ হয়ে ফিরছেন
লুইস এনরিকে আর পেপ গার্দিওলা বাদে বার্সেলোনার স্মরণকালের সবচেয়ে সফল কোচ বলা যায় এরনেস্তো ভালভার্দেকে। লিগ জয়ের পাশাপাশি তার সময়ে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল লিওনেল মেসি বাহিনী। ২০২০ সালে কোচের পদ থেকে বরখাস্ত হন ভালভার্দে। অচিরেই আবার পুরনো ভূমিকায় ফিরছেন তিনি, কোচিং করাতে পারেন তার প্রিয় ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ইটিবির একটি সাক্ষাৎকারে ভালভার্দের মুখ থেকে এমন সুরই বেরিয়েছে। এরনেস্তো ভালভার্দের প্রিয় ক্লাব অ্যাথলেটিক বিলবাওই। খেলোয়াড়ি জীবনে এই ক্লাবটির হয়েই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর এখন পর্যন্ত বেকার সময়ই কাটছে তার। তবে তিনি চেয়েছিলেন ঘুরে-ফিরে এই সময়টাকে কাজে লাগাতে। তা আর হলো কই! করোনাভাইরাস যে তার সব পরিকল্পনা পণ্ড করে দিল।এটিবির সঙ্গে ভালভার্দে বলেছেন, ‘আমি মনে করি আবার ফেরা (কোচিংয়ে) সম্ভব। কিন্তু এবার একটি ভিন্ন প্রজেক্টে শুরু করতে চাই। আসলে ইচ্ছানুযায়ী কোনো জায়গা খুঁজে বের করা কঠিন। আমাদের পছন্দ অনুযায়ী তো সব কিছু প্রস্তুত নেই, যে আমরা হুট করে বেছে নেব। তবে এটা বুঝতে পারি যে, আমি অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে সব সময়ই খুশি থাকব।’বিলবাওয়ের হয়ে ১৮৮টি ম্যাচ খেলেছেন ভালভার্দে। বেশ কয়েকটি মেয়াদে তিনি ক্লাবটির কোচও ছিলেন। ২০১৭ সালে যখন তিনি বার্সেলোনার দায়িত্ব পান তখনও কোচিং করিয়েছেন ওই ক্লাবটিতে।