হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই
হেফাজতে ইসলামে বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গত বছরের ১৭ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর মৃত্যুর পর ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের আমীর নির্বাচিত হন জুনায়েদ বাবুনগরী।বাবুনগরী ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হাসান ও মাতা ফাতেমা খাতুন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত, ৫ মেয়ে ও ১ ছেলের জনক।
Posted in: জাতীয়