বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ১৮ মাস পরে অক্ষয়ের নতুন সিনেমা

১৮ মাস পরে অক্ষয়ের নতুন সিনেমা 

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘গুড নিউজ’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৮ মাস আগে। তারিখটা ছিল ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। দীর্ঘদিন পরে অ্যাকশন থ্রিলার ‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন এ সুপারস্টার। আর করোনা মহামারি সত্ত্বেও মুক্তির দিন এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে তিন কোটি রুপির বেশি।বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘বেল বটম’ ভারতে মুক্তি পেয়েছে দেড় হাজার পর্দায়, সাড়ে চার হাজারের বেশি শোয়ে। কোভিড মহামারির কারণে প্রেক্ষাগৃহে আসনসংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ রাজ্যে করোনা-পূর্ব দিনগুলোর মতো রাতের শো চলেনি সরকারের বিধিনিষেধের কারণে। তবু বাণিজ্য-পূর্বাভাস, এ সিনেমা মুক্তির দিন ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ২.৭৫ কোটি রুপি থেকে ৩.২৫ কোটি রুপি।এ বছরের মার্চে মুক্তি পেয়েছিল ‘রুহি’, যে সিনেমায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর, মুক্তির দিন সংগ্রহ করেছিল ৩.০৬ কোটি রুপি। আর জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ সংগ্রহ করেছিল ২.৮২ কোটি রুপি। ‘বেল বটম’ মহারাষ্ট্রের প্রধান প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায়নি, যা আসলে এ ফিচার ফিল্মের ৩০ শতাংশ অবদান রাখার কথা।ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের পরে প্রথম হিন্দি সিনেমা হিসেবে গতকাল (১৯ আগস্ট) মুক্তি পেয়েছে ‘বেল বটম’। ইন্ডাস্ট্রির আশা, এ সিনেমা সম্মানজনক অর্থ সংগ্রহ করবে আর এর মধ্য দিয়ে ফের সিনেমা হলের চাকা সচল হবে। আশা করা হয়েছিল, মুক্তির দিন এ সিনেমা পাঁচ থেকে ছয় কোটি রুপি সংগ্রহ করবে, তবে বাণিজ্য বিশ্লেষকদের সে আশায় কিছুটা ভাটা পড়েছে। অবশ্য অল্প সময়ের মধ্যেই জানা যাবে প্রকৃত অঙ্কের হিসাব।মুক্তির দিন তিন কোটি রুপি সংগ্রহের অর্থ দাঁড়ায়, সপ্তাহান্তে অর্থাৎ চার দিনে (বৃহস্পতি-রোববার) ১৫ কোটি রুপির বেশি অর্থ সংগ্রহ করবে সিনেমাটি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone