উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ : যুক্তরাষ্ট্র বিমান বাহিনী
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উড্ডয়ন করা একটি সামরিক পরিবহণের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। মার্কিন এয়ার ফোর্স কর্তৃপক্ষ এ তথ্য স্বীকার করে জানিয়েছে—এ ঘটনার ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সি-১৭ কার্গো প্লেনটি গত সোমবার ছেড়ে আসে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—কাবুল বিমানবন্দরে মরিয়া আফগানরা মার্কিন সি-১৭ পরিবহণ উড়োজাহাজে ওঠার চেষ্টা করছে। উড়োজাহাজটি উড্ডয়ন শুরু করার পর অন্তত দুজন ব্যক্তি সেটি থেকে নিচে পড়ে যেতে ভিডিওতে দেখা যায়। তবে, সোমবারের ওই ঘটনায় কতজন প্রাণ হারিয়েছে, সে ব্যাপারে কিছু জানাননি মার্কিন এয়ারফোর্সের কর্মকর্তারা। এক বিবৃতিতে মার্কিন এয়ারফোর্স বলেছে, ‘উড়োজাহাজটি ঘিরে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সি-১৭ উড়োজাহাজের কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার সিদ্ধান্ত নেন।’পরবর্তী সময়ে উড়োজাহাজটিকে কাতারের মার্কিন ঘাঁটির দিকে পাঠিয়ে দেওয়া হয়। খবর : দ্য নিউইয়র্ক টাইমস।