কোয়ারেন্টিনের আর্থিক সহায়তা স্থগিত করলো জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাবদ ব্যয়ের বিপরীতে চলমান আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। কোভিড-১৯ ভাইরাস বিস্তাররোধে সৃষ্ট সংকটে সৌদি আরব আগত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাবদ ব্যয়ের বিপরীতে চলমান আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের এক নির্দেশনায় শুক্রবার (২০ আগস্ট) থেকে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।