কথাসাহিত্যিক হাসান আজিজুল হক হাসপাতালে ভর্তি
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন তিনি।এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় আনা হয়।কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঢাকায় আনার সময় বিমানবন্দরে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আজম শান্তনু ও ছেলে ইমতিয়াজ হাসানসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আগে থেকেই হাসান আজিজুল হকের হার্টে সমস্যা ও ডায়াবেটিস রয়েছে।