বেনজেমার সঙ্গে রিয়ালের নতুন চুক্তি
ফরাসি তারকা করিম বেনজেমার সঙ্গে রিয়ালের চুক্তি নবায়ন করাটা অনুমিতই ছিল। এবার সেটা আনুষ্ঠানিকভাবে সেরে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ফরাসি তারকা বেনজেমা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লা লিগার ক্লাবটি। রিয়াল মাদ্রিদে আরও দুই বছর থাকছেন বেনজেমা। নতুন চুক্তি অনুসারে ২০২৩ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাবিউতে খেলবেন তিনি। এর আগের চুক্তি ছিল ২০২২ সাল পর্যন্ত।২০০৯ সালে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিও থেকে রিয়ালে যোগ দেন বেনজেমা।
Posted in: খেলা