‘জামিন চান না কেন, আমি পাগল হয়ে যাচ্ছি’
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরী মণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ আদেশ দেন। পরী মণিকে আদালতে হাজির করা হলেও তাঁর আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেননি। তবে তিনি পরী মণির সঙ্গে কথা বলার জন্য আবেদন করেন। সে আবেদনের ওপর শুনানি শেষে বিচারক কথা বলার অনুমতি দেননি।এ সময় পরী মণি আইনজীবী মজিবুর রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আমার জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা জামিন চান, আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাব! আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে?’এরপর বিচারক পরী মণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর নিরাপত্তার মধ্যে পরী মণিকে পুলিশ আাদলত থেকে বের করে কারাগারে নিয়ে যায়।