আপিল খারিজ কাদের সিদ্দিকীর
এইদেশ এইসময়, ঢাকা : টাঙ্গাইল-৮ শূন্য আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন কক্ষে রোববার সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়। কাদের সিদ্দিকী উপস্থিত থেকে শুনানিতে অংশ নেন। বিকাল ৪টায় কমিশন দ্বিতীয় দফায় বৈঠক শেষে রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ বহাল রেখে আপিল আবেদন খারিজ করে দেয়।
এ সময় সিইসির নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। গত বৃহস্পতিবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন কাদের সিদ্দিকী।
প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।