কাবুল বিমানবন্দরের এক প্লেট ভাতের দাম ১00 ডলার
তালেবান ক্ষমতা দখলের ১১ দিনে ক্রমেই নাজুক হচ্ছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। দেশ ছাড়তে ইচ্ছুক এখনো প্রায় ১০ হাজার মানুষ অবস্থান করছেন বিমানবন্দরে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারত মানুষের কাছে এক মুঠো খাবার যেন স্বর্গীয় সুধা। বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষারত এক আফগানের বরাতে, এ মুহুর্তে বিমানবন্দরের আশপাশে এক বোতল পানি বিক্রি হচ্ছে ৪০ মার্কিন ডলারে, বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৩ হাজার টাকা।আর এক প্লেট ভাতের দাম ১শ ডলার।আফগানি মুদ্রায় কেনাবেচা হয় না। খাবার কিনতে লাগছে ডলার, যা সাধারণ আফগানদের সাধ্যের বাইরে।এদিকে কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একইসঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশে না আসতেও সতর্ক করে দিয়েছে দেশ দু’টি।