মা হলেন নুসরাত
ছেলে সন্তানের মা হলেন অভিনেত্রী নুসরাত জাহান।বৃহস্পতিবার পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।বুধবার রাত থেকেই হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন যশ দাশগুপ্ত। এমনকি ওটিতে তাঁর পাশেই দেখা গেল যশকে।এর আগে বুধবার কিংবা বৃহস্পতিবার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালেটিতে ভর্তি হয়েছিলেন নুসরাত।চলতি বছরের শুরুর দিকেই নুসরাতের মা হওয়ার গুঞ্জন ছড়ায়। তখনই নিখিল জৈন স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই সন্তানের পিতা নন। যদিও নুসরাত কিংবা তার বন্ধু যশ দাশগুপ্ত কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তবে সন্তান জন্মদানের সময় নুসরাতের পাশে থেকে যশ দাশগুপ্ত ঠিকই বুঝিয়ে দিয়েছেন তিনিই এই ছেলের বাবা।