রাজধানীর মিরপুরে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ, শিশুসহ ৭ জন দগ্ধ
রাজধানীর মিরপুর-১১তে একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাড়িটির নিচতলা। প্রভাব পড়েছে আশপাশের বাড়িতেও। প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপ লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।মিরপুর-১১ ব্লক-সি এর উর্দু ভাষাভাষি মানুষদের এলাকায় গ্যাসের পাইপলাইনের বিস্ফোরণে চারতলা মিঞা বাড়ীর নিচতলা পুরোপুরি বিধ্বস্ত। তীব্র বিস্ফোরণে আশপাশের বাড়ির দালানও ধসে পড়েছে। মিঞা বাড়ীর গ্যাসের পাইপ লাইনে নিয়মিত পানি আসতো। তা নিয়মিত ঠিক করতো স্থানীয় মিস্ত্রি। গতরাত ১১টার পর গ্যাসের লাইন ঠিক করে লিকেজ সারানোর সময় ঘটে বিস্ফোরণ। মুহূর্তেই ১১নং সড়কের ২ নং বাড়িটির নিচতলা পরিণত হয় ধ্বংসস্তুপে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে দগ্ধ হন ১ শিশু সহ ৭ জন।ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত হলেও দেখা মেলেনি তিতাস গ্যাসের। বারবার ফোনে জানানোর পরও তাদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ স্বজনদের। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।