বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ভারতের ৭৮ রানের লজ্জা

ভারতের ৭৮ রানের লজ্জা 

বয়সটা ৩৯ পেরিয়ে গেছে, অথচ এখনো কেমন সুইংয়ের জাদুতে বিভ্রান্ত করে চলেন সবাইকে। নিজের জাদু তিনি গতকাল আরও একবার দেখিয়েছেন ভারতের বিপক্ষে। ভারতের ৭৮ রানে অলআউট হওয়ার সবচেয়ে বড় কৃতিত্বটা তো অ্যান্ডারসনেরই। সফরকারীদের ব্যাটিং অর্ডারের প্রথম চার জনের তিনজনকেই তো ফিরিয়েছেন তিনি। হেডিংলিতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তাই ৭৮ রানের বেশি করতে পারেনি ভারত।
ইনিংসের একদম প্রথম ওভারেই অ্যান্ডারসনের বলে শূন্য রানে সাজঘরে ফেরত গিয়েছিলেন লোকেশ রাহুল। ভারতের দুর্গতি শুরু হয়েছিল তখন থেকেই। এরপর বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকেও ফেরান তিনি। যথাক্রমে তারা করেন ১৭ বলে ৭ ও ৯ বলে ১ রান।ঋষভ পান্ত, আজিঙ্কা রাহানেরাও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৫৪ বলে ১৮ রান করে রাহানে ও ৯ বলে ২ রান করে আউট হয়ে যান পান্ত। ভারতের পক্ষে একাই লড়াই চালানোর চেষ্টা করছিলেন ইনিংস উদ্বোধনে নামা রোহিত শর্মা। কিন্তু ১০৫ বলে ১৯ রান করে তিনিও ফেরত গেলে ভারতের ইনিংস লম্বা হওয়ার সম্ভাবনা আরও কমে যায়। শেষ অবধি ৭৮ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রোহিত শর্মার ব্যাটেই। ৮ ওভারে ৫ মেডেনসহ ৬ রান দিয়ে ৩ উইকেট পান অ্যান্ডারসন। ক্রেইগ এভারটনও পান তিনটি। এছাড়া দুই উইকেট করে নিয়েছেন ওলে রবসন ও স্যাম কারান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone